
মিজানুর রহমান মিজান : জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোট সরাসরি হাইকমিশনের মাধ্যমে প্রদানের দাবি জানিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস পর বাংলাদেশ (এইচআরপিবি)। গত ৯ মে শুক্রবার হাইকমিশনার আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এ স্মারকলিপি হস্তান্তরকালে উক্ত সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি সাংবাদিক মো. রহমত আলী, জেনারেল সেক্রেটারী কাউন্সিলর ও সাবেক স্পিকার আয়াছ মিয়াসহ সভাপতি সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনু এমবিই, জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন, এম এ মুকিদ, নাজমূল হুদা, আব্দুল আজিজ, আনোয়ার খান ও সাংবাদিক ফজলুল হক প্রমূখ। এ সময় হাইকমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন, সহকারী হাই কমিশনার হযরত আলী খান ও প্রেস মিনিস্টার আকবর হোসেন। স্মারক লিপিতে উল্লেখ করা হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের ব্যাপারে যে কয়েকটি পদ্ধতির কথা আলোচনায় এসেছে তার মধ্যে নির্বাচন কমিশন “প্রক্সি ভোট” পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে।.
.
কিন্তু এ পদ্ধতিতে একজন প্রবাসী যাকে এ প্রক্সি ভোট দেয়ার জন্য মনোনীত করবেন তিনি কতটুকু বিশ্বস্থতার সাথে সে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। তা ছাড়া পোস্টাল ভোট দেশে পৌছতে বিলম্ব এবং অনলাইন ভোটের গ্রহনযোগ্যতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তাই “দূতাবাসের মাধ্যমে” সরাসরি ভোট প্রদানকে তারা নিরাপদ মনে করেন। যা তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রচলিত রয়েছে। এর ফলে একজন প্রবাসী তার পছন্দমত ব্যক্তিকে বিশ্বস্থতার সাথে ভোট দিতে সক্ষম হবেন। সাথে সাথে ভোটের যে আমেজ সেটাও উপভোগ করতে পারবেন। স্মারকলিপি হস্তান্তরের পর তা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে হাইকমিশনার আবিদা ইসলাম আশ্বাস প্রদান করেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: